1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ মে, ২০১৭
  • ৫৬ বার দেখা হয়েছে

দেশের তৃণমূল পর্যায়ের ফুটবল খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে ঢাকা শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে।
ক্রীড়া পরিদপ্তরের আওতাধীন জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে অনূর্ধ্ব-১৬ বছরের ছেলেদের ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণপূর্বক প্রতি জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করে ৮টি বিভাগীয় দল গঠন করা হয়। উক্ত ৮টি বিভাগীয় দল নিয়ে জাতীয় পর্যায়ের ডেভেলপমেন্ট কাপ ফুটবল খেলার এই আয়োজন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আসাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ডাঃ মোঃ আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্ট থেকে প্রাপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতা শেষে ২১ দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হবে। এসব খেলোয়াড়দেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় ফুটবল কোচগণ প্রশিক্ষণ প্রদান করবে। এর আগে আজ ৮টি বিভাগের খেলোয়াড় ও কোচদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ উদ্বোধনী দিনে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com