1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দিল বিএনপি গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু নির্বাচন বানচাল করার প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে: প্রেসসচিব রাতেই চালু হচ্ছে মেট্রো রেল বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের ৩৯ কর্মকর্তার বদলি আসন্ন ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ, ঢামেকে চিকিৎসাধীন তফসিল ঘোষণায় সহযোগিতার প্রস্তুতি জানাল জামায়াতে ইসলামী ইউক্রেন যুদ্ধের মাঝেই নির্বাচনের ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইউক্রেন উত্তাপ ল্যুভ মিউজিয়ামে চুরি: তদন্তে নিরাপত্তা ব্যবস্থার গুরুতর ত্রুটি উদঘাটন

নবারুণ পরিবেশ সম্মেলনে তথ্যমন্ত্রীর সাথে শিশু-কিশোরদের শপথ ‘ভালো করে লেখাপড়া শিখবো, পশুপাখি গাছপালা মায়া করবো’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০১৭
  • ১৪৯ বার দেখা হয়েছে

সরকারি কিশোর পত্রিকা নবারুণ আয়োজিত সম্মেলনে শিশু-কিশোররা পরিবেশ রক্ষা ও এর যতœ নেয়ার বিষয়ে নতুনভাবে উজ্জীবিত হয়েছে।

‘প্রকৃতির বন্ধনে প্রাণের স্পন্দনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তাদের নিয়মিত মাসিক পত্রিকা নবারুণের খুদে লেখক ও আঁকিয়েদের নিয়ে আয়োজন করে ‘নবারুণ পরিবেশ সম্মেলন’। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শিশু-কিশোরদের সাথে অন্তরঙ্গ আলাপকালে পরিবেশ রক্ষা বিষয়ে ছন্দোবদ্ধ শ্লোগান দেন। শত শিশু-কিশোর এসময় মন্ত্রীর সাথে কন্ঠ মিলিয়ে বলে- ‘ভালো করে লেখাপড়া শিখবো, পশুপাখি গাছপালা মায়া করবো, ঘরবাড়ি আশপাশ ঠিকঠাক রাখবো।’

তথ্যমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা করে উন্নয়ন কর্মকা- পরিচালনার মাধ্যমেই টেকসই উন্নয়ন অর্জন সম্ভব। আর এজন্য শিশুকাল থেকেই পরিবেশের বন্ধু হিসেবে গড়ে ওঠা জরুরি। স্কুলের সকল পাঠ্যসূচিতেই পরিবেশ বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে।

হাসানুল হক ইনু এসময় অনলাইনে নবারুণ পত্রিকা পাঠ উদ্বোধন করেন। এখন থেকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ওয়েবসাইট িি.িফভঢ়.মড়া.নফ এর প্রকাশনা অংশ থেকে নবারুণ ডাউনলোড করা যাবে এবং ভধপবনড়ড়শ.পড়স/হড়নধৎঁহঢ়ড়ঃৎরশধনফ সাইটে পত্রিকাটি পড়া যাবে।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান তথ্য অফিসার কামরুন নাহার ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুর রহমান। তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. ইব্রাহিম খলিল, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন এবং ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদারসহ শিশু-কিশোর লেখক, আঁকিয়ে ও তাদের অভিভাবকবৃন্দের উপস্থিতিতে সম্মেলনটি সঞ্চালনা করেন খুদে লেখক মীম নোশিন নাওয়াল খান। পরিবেশ রক্ষা নিয়ে আলোচনা করেন গবেষক সাজিদ করিম ও লেখক মোকারম হোসেন।

সম্মেলন শেষে তথ্যমন্ত্রী অধিদপ্তরের ছাদে ‘নবারুণ ছাদ-বাগান’ পরিদর্শন করেন। এসময় বাগানের বিভিন্ন উদ্ভিদের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন নবারুণ সম্পাদক নাসরিন জাহান লিপি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com