গাজীপুরের বিতর্কিত সিটি মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করায় সেখানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছেন মেয়র জাহাঙ্গীরবিরোধী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা।
বহিষ্কারের খবর শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে গাজীপুরে ছড়িয়ে পড়লে নগরীর টঙ্গী, পোড়াবাড়ি, সালনা, বোর্ড বাজার, জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, কোনাবাসিহ বিভিন্ন স্থানে মেয়র জাহাঙ্গীর আলমবিরোধীরা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন। বিভিন্ন স্থানে রাস্তায় পটকা ফাটিয়ে নেতাকর্মীরা উল্লাস করেন।
এর আগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিস্কার হয়েছেন গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলম। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বৈঠক থেকে তার সদস্যপদ স্থগিত করার ঘোষণা এসেছিল।
গত সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছিল। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহিদদের নিয়ে জাহাঙ্গীর অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে।
s