1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা নিয়ে বিতর্ক তুঙ্গে জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ড মামলার রায় ২০ জানুয়ারি জামায়াতে ইসলামীর তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে  রুমিন ফারহানার  স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ডিএমপি নির্দিষ্ট এলাকা ও ড্রোন নিষেধাজ্ঞা জারি তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত ঘোষণা দৃশ্যম ৩: গুরুত্বপূর্ণ চরিত্র থেকে সরে গেলেন অক্ষয় খান্না আহমেদ শরীফের সভাপতি পদে প্রার্থী হওয়ার ভাবনা, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন আলোচনা অভিনেত্রী আফসান আরা বিন্দুর বিচ্ছেদ: ব্যক্তিগত জীবন নিয়ে নতুন অধ্যায়

রামপুরার ঘটনায় ‘উচ্ছৃঙ্খল ছাত্র-জনতা’র নামে মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় নিহত হওয়ার জেরে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ‘উচ্ছৃঙ্খল ছাত্র ও জনতা’র নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে। আজ বুধবার হাতিরঝিল থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম নিয়াজউদ্দিন মোল্লা।

মামলার এজাহারে বলা হয়েছে, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা ডিআইটি সড়কে মোল্লা টাওয়ারের সামনে ‘উচ্ছৃঙ্খল ছাত্র ও জনতা’ বেআইনিভাবে সমাবেশ ঘটিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সড়কে চলমান গাড়ি ভাঙচুর ও পেট্রলবোমা দিয়ে গাড়িতে আগুন এবং পথচারীদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে।

এর আগে মাইনুদ্দিন ইসলামের মা রাশেদা বেগম বাদী হয়ে একটি মামলা করেন। এ ছাড়া গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মামলা দুটির কথা প্রথম আলোকে নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থী মাইনুদ্দিনের মা রাশেদা বেগম বাদী হয়ে নিরাপদ সড়ক আইনে একটি মামলা করেন। এ মামলায় অনাবিল পরিবহনের বাসচালককে গ্রেপ্তার দেখানো হয়েছে। উত্তেজিত জনতার পিটুনিতে আহত হওয়ায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন। চালকের নাম সোহেল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

রামপুরার ঘটনায় ‘উচ্ছৃঙ্খল ছাত্র-জনতা’র নামে মামলা
আরও পড়ুন
রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই মামলা
রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই মামলা
সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরা টিভি রোডের পলাশবাগ এলাকায় বাসচাপায় নিহত হয় মাইনুদ্দিন। সে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিল।

বাসচাপায় নিহত শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়
বাসচাপায় নিহত শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয় ছবি: সংগৃহীত
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইনুদ্দিন তার ভগ্নিপতি সাদ্দাম হোসেনের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় অনাবিল পরিবহনের একটি বাস আরেক পরিবহনের একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে মাইনুদ্দিনকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। মাইনুদ্দিন নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা নয়টি বাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় আরও তিনটি বাস ভাঙচুর করা হয়। ঘটনার পর স্থানীয় লো

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com