গতকাল পর্যন্ত অন্তত দুই শতাধিক ব্যক্তি স্বীয় উদ্যোগে ইসিতে জায়গা পেতে অনলাইন কিংবা সশরীরে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থিত হয়ে অনুসন্ধান কমিটির উদ্দেশ্যে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। কেউ প্রধান নির্বাচন কমিশনার আবার অনেকে নির্বাচন কমিশনার হতে আগ্রহ প্রকাশ করে জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। আসন্ন ১২ তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন গঠনের জন্য ইতিমধ্যে সার্চ কমিটি গঠিত হয়েছে। সার্চ কমিটি ও সকলের নিকট থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে নাম প্রস্তাব আহবান করেছে। সে মোতাবেক “জনস্বার্থে বাংলাদেশ” এর মহাসচিব মো: সাইফুল ইসলাম উপরোক্ত বিষয়ে পাঁচজনের নাম প্রস্তাব করেছে। যাদের মধ্যে রয়েছে বিশিষ্টি শিক্ষাবিদ ও অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। অন্যান্যদের মধ্যে রয়েছে দেশে শিল্প পতিদের ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া রয়েছে বিশিষ্ট অভিনেতা, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। আরও রয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম বুলু। তাছাড়া রয়েছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত ঐক্য পরিষদের সদস্য সচিব ও এইচ.এস.এ.বি(আর) লিমিটেড এর চেয়ারম্যান মো: আব্দুল হাই।