দেশ মিডিয়া
গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট লড়াইয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মনোনয়ন দাখিলের সময় শেষ হচ্ছে আজ। আগামী ১৫ মে দুই সিটিতে ভোট গ্রহণের তারিখ রেখে ৩১ মার্চ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ ১২ এপ্রিল শেষ হচ্ছে। আর মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল। এর আগে নির্দলীয় প্রতীকে ভোট হলেও এবার মেয়র পদে দলীয়ভাবে ভোট হবে গাজীপুর ও খুলনায়।