আবু নাঈম রিপন: ব্যাপক আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে শিবপুর উপজেলা বিএনপির বনভোজন ১৪ ফেব্র“য়ারী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার শীতলক্ষা নদীর চরে (মাজেরচর) এ বনভোজন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদারের নেতৃত্বে বনভোজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আফসার উদ্দিন, সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার জমাদিউল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, সদস্য সচিব নুরে আলম মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মৃধা, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহাবুব খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মাছুম মোল্লা, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সুমন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাৎ হোসেন মামুনসহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের কয়েকশত নেতাকর্মী।