আদালতে চলছিল বিবাহবিচ্ছেদ মামলা। সেই মামলায় হাজিরা দিতে এসেছিলেন চিত্রা। এ সময় আদালত চত্বরেই স্ত্রীর গলা কেটে ফেলেন স্বামী শিবকুমার।
ভাতরের কর্ণাটকের হাসান জেলার হোলেনরসিপুর শহরের আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে হত্যার পর ওই ব্যক্তি আক্রমণ করতে যান তার শিশু সন্তানটিকে। এসময় আশেপাশের মানুষ ছুটে এসে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হয়।
দেশটির পুলিশ জানায়, সাত বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। কিন্তু বনিবনা না হওয়ায় তারা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। তাদের মধ্যে সমঝোতার জন্য আদালতে ডাকা হয়েছিল। বিচারক এবং আইনজীবীর পরামর্শের পর ওই ব্যক্তি আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে, তিনি তার দুই সন্তানের স্বার্থে নিজেদের মতপার্থক্য ভুলে যাবেন।
সমঝোতায় রাজি হওয়ার পর তার স্ত্রী টয়েলেটে যান। এসময় স্বামী তার পিছন পিছন যায়, হঠাৎ পকেট থেকে ছুরি বের করে স্ত্রীর গলা কেটে ফেলেন। এরপর ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত জনতা ধাওয়া করে তাকে ধরে পুলিশে হস্তান্তর করেন।
ওই গৃহবধূকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।