১৬ ডিসেম্বর রোজ শুক্রবার সাভার স্মৃতি সৌধ এর মূল গেটে মহান বিজয় দিবস ২০২২ লেখার সামনে রাজনৈতিক দল বিবিএফ পার্টির আত্ম প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আকাশে বেলুন উড়িয়ে বিবিএফ পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।
বিশ্বে প্রথম পারিবারিক পতাকার প্রতিষ্ঠাতা
এন ইউ আহম্মেদ কে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক মন, সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব আবু তারেক, আনোয়ার হোসেন হৃদয়, মহসিন ইসলাম সহ মোট ১০ জনকে নিয়ে কমিটি আত্মপ্রকাশ করে।
বিবিএফ পার্টির আত্মপ্রকাশের সঙ্গে অঙ্গসহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নাম প্রকাশ করা হয়েছে।
১/ বাংলাদেশ স্মার্ট মহাছাত্র কান্ডারী – বিবিএফ শাখা
২/ বাংলাদেশ স্মার্ট মহাযুব কান্ডারী – বিবিএফ শাখা
৩ / বাংলাদেশ স্মার্ট মহাশ্রমিক কান্ডারী – বিবিএফ শাখা
৪/ বাংলাদেশ স্মার্ট মহাগণতন্ত্র কান্ডারী – বিবিএফ শাখা
৫/ বাংলাদেশ স্মার্ট মহাডিজিটাল কান্ডারী – বিবিএফ শাখা
৬/ বাংলাদেশ স্মার্ট মহাশিক্ষা কান্ডারী- বিবিএফ শাখা
৭/ বাংলাদেশ স্মার্ট মহাস্বাধীনতা রক্ষা কান্ডারী মঞ্চ – বিবিএফ শাখা
৮/ বাংলাদেশ স্মার্ট মহাভাষা রক্ষা কান্ডারী মঞ্চ – বিবিএফ শাখা
৯/ বাংলাদেশ স্মার্ট মহাআইন জীবি কান্ডারী – বিবিএফ শাখা
১০/ বাংলাদেশ স্মার্ট মহাগণঅভ্যুত্থান কান্ডারী – বিবিএফ শাখা।
এন ইউ আহম্মেদ বলেন, জনগন দেশে থেকে, দেশের জনগনই, দেশের স্বাধীনতা রক্ষা করতে পারবে। ১৬ কোটি জনগন কে দেশ থেকে বের করতে পারবে না, ১৬ কোটি জনগন কে কারাগারে নেওয়ার মতো কারাগারে জায়গা নেই। ক্ষমতার দাপটের বিচার জনআদালতে হবে। তাদের বিচার দেশের জনআদালতে যুগ যুগ ধরে হচ্ছে। স্বাধীন হওয়ার পর দেশে এই প্রথম সাভার স্মৃতিসৌধে ও ১৬ ডিসেম্বরে প্রথম একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এর আগে এমন উদাহরণ ও নজির সৃষ্টি হয় নাই।
সদস্য সচিব আনোয়ার হোসেন বলেন, বর্তমানে দেশে হাজার হাজার কোটি টাকার দূর্নীতি অনিয়ম হচ্ছে। নিজের আখের গোছাতে ব্যস্ত রাজনৈতিক নেতাদের দ্বারা দেশ পরিচালনা হচ্ছে।
নেতা কর্মীরা দেশ স্বাধীন, স্বাধীনতা রক্ষা
বিজয় বাংলা, বিজয় জনগন স্লোগানে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সমাপ্তি করেন।
s