খ্যাতির শিখরে থেকেও অনেক তারকা কাটান এলোমেলো জীবন। পর্দায় নানা চরিত্র এবং সেলিব্রেটি হলেও বাস্তব জীবনেও এরা রীতিমতো জেলখাটা আসামি। নাম লিখিয়েছেন অপরাধের খাতায়।
ও জি সিম্পন
ওরেন্থাল জেমস ছিলেন বাফেলো বিলস ও সান ফ্রান্সিসকো ৪৯-এর জনপ্রিয় বেসবল খেলোয়াড়। তার অসংখ্য রেকর্ড ও সাফল্য থাকলেও তিনি এখন জেলখাটা আসামি। ১৯৯৫ সালে তার বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে। ১৯৯৭ সালে গোল্ডম্যান ও ব্রাউন মিথ্যা হত্যা মামলা করা হয়। মামলায় গোল্ডম্যানের পরিবারকে ৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণও দিতে হয়। ২০০৭ সালে সিম্পনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে বন্দুকের ভয় দেখিয়ে ক্রীড়া স্মারক চুরির অভিযোগ ওঠে। তিনি তা স্বীকার করে নেন, কিন্তু বন্দুক দেখিয়ে নেননি বলেই জানান। মারণাস্ত্র ব্যবহার, অপহরণ, ডাকাতির মামলায় আবারও তাকে গ্রেফতার করা হয়। আদালত তাকে ৩৩ বছরের কারাদন্ড দেন।বিস্তারিত