ইসরায়েলের দক্ষিণের একটি এলাকায় ৭ অক্টোবর হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। হামলার জেরে এলাকাটিতে সেনা মোতায়েন করে ইসরায়েল। এই ইসরায়েলি সেনাদের মধ্যে আছেন তাল ও জাক নামের দুজন। এলাকাটিতে কত দিন থাকতে হবে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।
ইসরায়েলের এই দুই তরুণ সেনা সিএনএনকে বলেন, তাঁদের কয়েক সপ্তাহ থাকতে হতে পারে। আবার থাকতে হতে পারে মাসের পর মাস।
ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছের একটি ইসরায়েলি সামরিক ক্যাম্পে বসে জাক বলেন, তাঁর এই কথা সব সেনার জন্যই প্রযোজ্য। কারণ, কেউ জানেন না যে ঠিক কত দিন তাঁদের থাকতে হবে।
দুই সেনাই ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) একটি আর্টিলারি ইউনিটে কাজ করেন। ৭ অক্টোবর হামাসের হামলার পর এই ইউনিটকে ইসরায়েলের দক্ষিণের এলাকায় মোতায়েন করা হয়।
ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হন। হামাসের যোদ্ধারা প্রায় ২০০ জনকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করেছেন।
৭ অক্টোবর থেকেই নির্বিচারে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইতিমধ্যে অবরুদ্ধ গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
হামাসের হামলার জেরে তিন লাখ রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। পাশাপাশি তারা গাজা সীমান্তে বিপুল সেনাসমাবেশ ঘটিয়েছে। জড়ো করেছে ব্যাপক সামরিক সরঞ্জাম। এর অংশ হিসেবেই ইসরায়েলি আর্টিলারি ইউনিটটি গাজা সীমান্তে দায়িত্ব পালন করছে।বিস্তারিত