আবহাওয়া ডেস্ক
দেশের তিনটি বিভাগ—রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে আগামীকাল রোববার (২ নভেম্বর) সকাল ১১টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উত্তর ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে উল্লিখিত বিভাগগুলোর বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটির প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং স্থায়ী বা সাময়িক দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের উজানে ভারতের ভূখণ্ডে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে ওই অঞ্চলের নদ-নদীগুলোর পানি সাময়িকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সংস্থাটি জানায়, বর্তমানে কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে, কিন্তু বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বৃষ্টিপাত চলতি মৌসুমে কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অতিবৃষ্টির কারণে ফসলি জমি ও কাঁচা রাস্তায় সাময়িক ক্ষতি হতে পারে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেটি সক্রিয় হলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
অধিদপ্তর জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং যেকোনো আপডেটের জন্য নিয়মিত আবহাওয়া বুলেটিন অনুসরণের আহ্বান জানিয়েছে।