জাতীয় ডেস্ক
ঢাকা, সোমবার: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনটি সিটি করপোরেশন-১ শাখার যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক-এর উপধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
এছাড়া তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিজের মূল দায়িত্বের পাশাপাশি অতিরিক্তভাবে প্রশাসকের দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা প্রাপ্ত হবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত কার্যকর হবে প্রজ্ঞাপন জারির দিন থেকেই। মেয়রের পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সরকার এই নিয়োগ প্রদান করেছে।
নতুন প্রশাসক মাহমুদুল হাসান স্থানীয় সরকার কাঠামোয় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন কর্মকর্তা। তিনি এর আগে মাঠ প্রশাসন ও বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প তদারকি ও সেবা প্রদান প্রক্রিয়া স্বচ্ছ ও দক্ষভাবে পরিচালনার দায়িত্ব এখন তাঁর ওপর বর্তাবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্তমানে রাজধানীর দক্ষিণাঞ্চলে নগরসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও জনসেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রশাসক নিয়োগের মাধ্যমে এসব কার্যক্রমে ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।