শিক্ষা ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ‘বি’ ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (চ্যাটজিপিটি) ব্যবহার করে উত্তর বের করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনা ঘটে সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় সিফটের পরীক্ষার সময়, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের দুই নাম্বার কক্ষে।
আটকের পর পরীক্ষার্থীকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার পরিচয় জানা যায়। শিক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। সে কক্সবাজারের চকরিয়ার আমির হোসেন জুয়েলের কন্যা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদিয়া আমির মাহি স্বীকার করেন যে, তিনি পরীক্ষায় অংশগ্রহণের সময় হুয়াওয়ে ৯ ওয়াই প্রাইম (Huawei 9Y Prime) মডেলের মোবাইল ফোন পরীক্ষা কক্ষে নিয়ে প্রবেশ করেন। প্রশ্নপত্র পাওয়ার পর মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নের ছবি তুলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর বের করে তা উত্তরপত্রে পূরণ করার চেষ্টা করেন। পরীক্ষা কেন্দ্রের পরিদর্শক বিষয়টি দেখে তাকে হাতেনাতে ধরে প্রক্টরিয়াল বডির নিকট হস্তান্তর করেন। তিনি আরও জানান, এই কর্মকাণ্ডে তিনি স্বেচ্ছায়, স্বজ্ঞানে ও অন্যের প্ররোচনায় নয় অংশগ্রহণ করেছেন এবং কর্তৃপক্ষের যে ধরণের শাস্তি হবে তা মেনে নেবেন।
হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জানান, প্রথমে সন্দেহজনক আচরণের কারণে তাকে পিছনের সিট থেকে সামনের সিটে বসানো হয়। তবে সামনের সিটেও শিক্ষার্থী মোবাইলে চ্যাটজিপিটি ব্যবহার করে অসদুপায় অবলম্বন চালিয়ে যাচ্ছিল। পরে তাকে হাতেনাতে ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
জাবি প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম জানান, বিষয়টি সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে জানানো হয়েছে। তারা শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের ব্যবস্থা নেবেন এবং ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় অংশগ্রহণে তাকে অযোগ্য ঘোষণা করার প্রক্রিয়া গ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ন্যায্যতা রক্ষা এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কড়া সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানাচ্ছে, ভবিষ্যতে এমন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধের জন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে আরও কঠোর নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রযুক্তি ব্যবহার সংক্রান্ত নীতিমালা আরও জোরদার করার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অনলাইন সাহায্যপ্রাপ্ত যেকোনো ডিভাইস প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে।
সাদিয়া আমির মাহির আটক ও স্বীকারোক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রশাসন সূত্র জানায়, এই ধরনের ঘটনা শিক্ষার্থীদের সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতের ভর্তি পরীক্ষায় অনৈতিক প্রক্রিয়া কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।