জাতীয় ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধূরী দেশের সীমান্তে অপরাধী, সন্ত্রাসী এবং মাদক পাচার রোধে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধূরী বলেন, সীমান্তে প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জেলা প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে পলায়ন করতে না পারে, সে বিষয়ে বিজিবি কঠোর নজরদারি করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির অবদানকে অপরিসীম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সীমান্তে সবসময় মাদক এবং চোরাচালান প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে। যেসব কর্মকর্তা মাদক ও চোরাচালানে সহায়তা করবে, তাদের ছাড় দেওয়া হবে না।
জাহাঙ্গীর আলম চৌধূরী দেশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও যোগ্যতার সঙ্গে সমন্বয় রাখতে বিজিবির প্রতি নির্দেশ দেন। তিনি সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক দৃষ্টি রাখার ওপর জোর দেন।
এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির প্রস্তুতির গুরুত্বের কথাও উল্লেখ করেন।