আইন আদালত ডেস্ক
রাজশাহীতে চলন্ত বাস থেকে আলাউদ্দিন (৩৪) নামের এক ব্যক্তিকে ফেলে হত্যার ঘটনায় মূলহোতা বাস চালক রুবেল ইসলামকে রোববার (২৮ ডিসেম্বর) গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের কাশিমপুরের মোহাম্মদী নগর লতিফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে র্যাব-৫ এ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃত চালক রুবেল ইসলাম (২৯) জেলার গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চকপাড়ার ওয়াজেদ আলীর ছেলে। মামলার সূত্রে জানা যায়, নিহত আলাউদ্দিন ৩০ নভেম্বর বিকেলে ছোট বোন রুমি খাতুনকে তার শিশু সন্তানের সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জগামী রাহুল ডিলাক্স পরিবহনের বাসে ওঠেন। তবে বাসে ওঠার পর কোনো সিট না পাওয়ায় আলাউদ্দিন হেলপারকে সিটের ব্যবস্থা করার জন্য অনুরোধ করলে তা অগ্রাহ্য করা হয়।
ভুক্তভোগী এবং তার বোন বারবার অনুরোধ করলেও হেলপার, চালক ও সুপারভাইজার তা না মেনে বাস দ্রুত কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে চালাতে থাকেন। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আলাউদ্দিনকে মারধর করে এবং চালকের নির্দেশে হেলপার ও সুপারভাইজার তাকে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে আলাউদ্দিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বোনকে ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয় এবং তার সন্তানকে বাসে রেখে চলা অব্যাহত রাখা হয়। স্থানীয়দের সহায়তায় একটি মাইক্রোবাস ৩০০ গজ দূরে বাসটিকে থামাতে সক্ষম হয়।
পরবর্তীতে আলাউদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন, ১ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই দুলাল হোসেন কাশিয়াডাঙ্গা থানায় ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাবের যৌথ অভিযানে, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার বিকেলে গাজীপুরের কাশিমপুর থেকে মূল চালক রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত চালক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।