বিএনপি চেয়ারপারসন ও তিন তিন বারের প্রধানমন্ত্রী যিনি একবারের জন্যও কোন নির্বাচনে পরাজিত হননি সেই আপোষীর নেত্রী ইহ জগতের মায়া ত্যাগ করে আজ ভোর ছয়টার সময় অনন্ত লোকে পাড়ি জমিয়েছেন। রেখে গেছেন তার অগণিত নেতা, কর্মী, সমর্থক ও ভক্ত। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে্ র্যাপিড একশন ব্যাটালিয়ন গঠন । যার মাধ্যমে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি সাধন করেন। তাছাড়া যে কোনো আন্দোলন সংগ্রামে তিনি আপোষহীন ভূমিকা পালন করেছেন এবং কখনোই কোন স্বৈরাচারী সরকারের সাথে কোন প্রকার আপোষ করেননি। ওয়ান ইলেভেনের সময় ও হাসিনা সরকারের সময় তিনি কারাবরণ করেছেন তবু দেশ ছেড়ে কোথাও যান নি। তার যোগ্য নেতৃত্বের কারণে দলের চরম বিপর্যয়ের দিনেও দল ভেঙে যায়নি। চরম নির্যাতন ও জেল জুলুমের শিকার হয়েও তার নেতাকর্মীরা তার আদর্শকে সামনে সামনে রেখে এগিয়ে গেছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ অবস্থায় এভার কে আর হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। সৌভাগ্যবশত তার সন্তান তারেক জিয়া পুত্র বধূরা ও নাতি নাতিরা জীবিত অবস্থায় তার মুখদর্শন করতে সমর্থ হন। তার শাসন আমলে যোগ্য অর্থমন্ত্রী সাইফুর রহমানকে দিয়ে ভ্যাট প্রথার প্রবর্তন করেন যা সরকারের রাজস্ব হয়ে একটা বিরাট ভূমিকা পালন করে। এছাড়া তার শাসন আমলে তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেন। দেশ ও জাতি এরকম ত্যাগী, দেশপ্রেমিক ও আপোসহীন নেত্রীকে হারিয়ে অনেক ক্ষতির সম্মুখীন হল ও রাজনৈতিক অঙ্গনে শূন্যতা সৃষ্টি হলো। তার নীতি ও আদর্শকে সামনে রেখে তার যোগ্য পুত্র তারেক জিয়া ও নেতাকর্মীরা দেশ গড়ার অভিপ্রায়ে সামনে এগিয়ে যাবেন এটাই জনগণের প্রত্যাশা।