1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গাজায় মানবিক সহায়তা সীমিত করায় ইসরাইলকে ফেরাউনের সঙ্গে তুলনা করেছেন এরদোগান ইসরাইলের আকাশ প্রতিরক্ষা সংকট: ইরানের সম্ভাব্য হুমকি নিয়ে উদ্বেগ জাতীয় নাগরিক পার্টিতে পদত্যাগের ঝড়, শীর্ষ নেতৃত্বের অসন্তোষ গাঢ় হচ্ছে শায়েস্তাগঞ্জে থানা কর্মকর্তাকে হুমকির অভিযোগে ছাত্রনেতা মাহদী হাসানের বিরুদ্ধে মামলা প্রস্তুত মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, কোনো হতাহতের খবর নেই ইয়েমেনে সৌদি বিমান হামলায় ২০ জন নিহত জামায়াত ইসলামী ঘোষণা করলো জাতীয় সরকার গঠনের পরিকল্পনা শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর ভস্মীভূত, ১৩ পরিবার নিঃস্ব রাজশাহীর ৬ আসনে ৩৭ প্রার্থী, ৯২% উচ্চশিক্ষিত; ৪ চিকিৎসক ও ৪ আইনজীবী প্রতিদ্বন্দ্বিতায় মহাখালীতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে অবৈধ বিলবোর্ড অপসারণে ডিএনসিসির অভিযান

জামায়াত ইসলামী ঘোষণা করলো জাতীয় সরকার গঠনের পরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

রাজনীতি ডেস্ক

জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, দলটি ক্ষমতায় এলে একটি জাতীয় সরকার গঠন করবে, যেখানে সংসদে অবস্থানকারী সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এবং সবার মতামতের ভিত্তিতে দেশের শাসন পরিচালনা করা হবে।

তিনি এই মন্তব্য করেছেন শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায়।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জোর দাবি জানানো হচ্ছে। তিনি বলেন, “নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যেসব বেআইনি অস্ত্র বিভিন্ন স্থানে বেহাত হয়ে আছে, সেগুলো দ্রুত উদ্ধার করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন করা প্রয়োজন।”

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের সময় সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “দেশের শান্তিপ্রিয় জনগণ আপনার পাশে আছে। আপনারা সততা ও সাহস নিয়ে দায়িত্ব পালন করলে দেশ আরও শক্তিশালী হবে।”

ভূজপুর এলাকার মামলা সংক্রান্ত হয়রানির প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় অনেকেই বিভিন্ন মামলার শিকার হয়েছেন। তিনি উল্লেখ করেন, নিজের ছোট ভাইও একাধিক মামলার অভিযুক্ত ছিলেন।

অধ্যক্ষ নুরুল আমিন যুব সমাজের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “যুবকরাই আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই যুব সমাজকে হিংসামুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।”

সমাবেশে যুব বিভাগ ভুজপুর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি মো. দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহসহ সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়।

মাওলানা হাশেম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং রিপন আলী ও এস এম মুস্তাফা আমীন মানিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুছ, অ্যাডভোকেট ইসমাইল গনি, ভূজপুর থানা আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, ভুজপুর থানা যুব বিভাগ সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাস্টার হাদিপুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিউল আলম নুরী ও সহকারী সেক্রেটারি আবু তাহের।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com