খেলাধূলা ডেস্ক
বাংলাদেশের জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে আইপিএল সংশ্লিষ্ট সব খেলা ও অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান স্বাক্ষর করেন। এতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত অনুযায়ী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে না রাখার বিষয়টি সরকারের নজরে এসেছে। এই সিদ্ধান্তের পেছনে কোনো স্পষ্ট ও যৌক্তিক কারণ সম্পর্কে অবগত না হওয়ায় এবং বিষয়টি জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সম্প্রচার সংক্রান্ত এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থ বিবেচনায় এনে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
আইপিএলকে কেন্দ্র করে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বিপুল দর্শক আগ্রহ ও বাণিজ্যিক সম্পৃক্ততা রয়েছে। দেশের টেলিভিশন চ্যানেলগুলো নিয়মিতভাবে এই টুর্নামেন্টের খেলা ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। একই সঙ্গে ডিজিটাল ও অনলাইন প্ল্যাটফর্মেও আইপিএলভিত্তিক কনটেন্টের ব্যাপক প্রচলন রয়েছে। সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে এসব সম্প্রচার কার্যক্রমে তাৎক্ষণিক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম সফল আন্তর্জাতিক পেস বোলার। আইপিএলে এর আগে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। কার্যকর কাটার, ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং এবং আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি আইপিএলের দলগুলোর কাছে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়ে আসছেন। আসন্ন মৌসুমে তার অংশগ্রহণ নিয়ে সাম্প্রতিক সময় পর্যন্ত আলোচনা চলছিল।
বিসিসিআইয়ের পক্ষ থেকে শনিবার (৩ জানুয়ারি) জানানো হয় যে, আইপিএলের জন্য সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার বিষয়ে অবহিত করা হয়েছে। এরপর একই দিনে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, মুস্তাফিজ তাদের চূড়ান্ত স্কোয়াডে নেই। তবে এই সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা বা কারণ সম্পর্কে বিসিসিআই কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ক্রিকেট সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলা একজন প্রতিষ্ঠিত খেলোয়াড়ের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে খেলোয়াড়দের অংশগ্রহণ ও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
অন্যদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনার ফলে দেশের সম্প্রচার মাধ্যমগুলোকে নতুন করে তাদের অনুষ্ঠানসূচি সাজাতে হতে পারে। আইপিএল কেন্দ্রিক বিজ্ঞাপন, বিশ্লেষণ অনুষ্ঠান ও সরাসরি সম্প্রচার বন্ধ থাকায় ক্রীড়া সম্প্রচার বাজারে স্বল্পমেয়াদি প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি পর্যবেক্ষণাধীন রয়েছে এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশনা দেওয়া হবে।