রাজনীতি ডেস্ক
সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম রোববার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তারা নতুন রাজনৈতিক উদ্যোগ নিয়ে খোলামেলা আলোচনার জন্য প্রস্তুত। তিনি বলেন, এই আলোচনায় সাধারণ মানুষের ক্ষোভ, হতাশা এবং দীর্ঘদিনের নীরবতার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সীমাবদ্ধতা এবং দুর্বলতাগুলোর স্বচ্ছ মূল্যায়ন করা হবে।
মাহফুজ আলম উল্লেখ করেন, গত দেড় বছরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে তারা সামনে এগোনোর নতুন সুযোগ ও দিকনির্দেশনা খুঁজে দেখার লক্ষ্য নির্ধারণ করেছেন। তিনি বলেন, নতুন উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করার পর গত দুই সপ্তাহে তিনি কয়েকশ’ শিক্ষার্থী ও সচেতন নাগরিকের সঙ্গে মতবিনিময় করেছেন।
প্রসঙ্গত, আলোচনায় অংশ নেওয়া মানুষদের মধ্যে একসময় নতুন রাজনৈতিক কাঠামো ও বিকল্প রাজনৈতিক শক্তির প্রতি আশাবাদী ছিলেন। মাহফুজ আলমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আলোচনার শেষে দেখা গেছে, অনেকের মধ্যে হতাশা এবং আস্থার সংকট থাকলেও সবাই নতুন প্রয়াস চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, যারা বৈষম্যহীন সমাজব্যবস্থা, মানবাধিকার ও ন্যায়বিচারে বিশ্বাস করেন এবং নতুন ধরনের আর্থ-রাজনৈতিক কাঠামোর পক্ষে অবস্থান নেন, তারা এই খোলামেলা আলোচনায় অংশ নিতে পারেন। এছাড়া, যারা প্রচলিত দ্বি-দলীয় বা জোটনির্ভর রাজনীতির বাইরে নীতিভিত্তিক ও আপোসহীন রাজনৈতিক চর্চার প্রতি আগ্রহী, তারা যোগাযোগ করতে পারবেন।
মাহফুজ আলম মতামত বা প্রশ্ন পাঠানোর জন্য একটি ই-মেইল ঠিকানাও দিয়েছেন: nationalvision24@gmail.com।