1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
হাইকোর্টে ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চাওয়ার রিট উত্থাপিত হয়নি, আবেদন খারিজ বেগম খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি নিয়ে নরসিংদীতে দোয়া মাহফিল খালেদা জিয়ার চিকিৎসার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সের আগমন স্থগিত তফসিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন, বুধবার প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড মোহাম্মদপুরে মা-মেয়েকে গলাকেটে হত্যা; পালিয়ে গেছে পরিচয় দেওয়া গৃহকর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি জোরদার বিএনপি নেতার অভিযোগ ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর পরিকল্পনা বিএনপি নেতার অভিযোগ ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর পরিকল্পনা শাপলা চত্বরের ঘটনাবলি নিয়ে প্রেস সচিবের বিবরণে নতুন দাবি চট্টগ্রাম বন্দরে অবৈধ অর্থ আদায় নিয়ে শ্রম উপদেষ্টার মন্তব্য

উত্তর কোরিয়ায় পরিবারের সামনে ফায়ারিং স্কোয়াডে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৪৩ বার দেখা হয়েছে

নেতা কিম জং উনের নির্দেশে উত্তর কোরিয়ায় নিষ্ঠুরভাবে এক ব্যক্তিকে তার পরিবারের সামনে ফায়ারিং স্কোয়াডে হত্যা করা হয়েছে। হত্যার সময় সেখানে পরিবারের সদস্যদের উপস্থিত থাকতে বাধ্য করা হয়েছে। অভিযোগ আছে, ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়ার সিনেমা এবং গানের ভিডিও বিক্রি করছিলেন বেআইনিভাবে। তার ডাকনাম লি। তাকে গ্যাঙওন প্রদেশের উনসান থেকে গ্রেপ্তার করা হয়। এর ৪০ দিন পরে ৫০০ মানুষের উপস্থিতিতে তাকে হত্যা করা হয়েছে। ডেইলি এনকে’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, নিহত লি ছিলেন উনসান ফার্মিং ম্যানেজমেন্ট কমিশনের প্রধান প্রকৌশলী।
তিনি দক্ষিণ কোরিয়ার ভিডিওর বাণিজ্য করে সমাজবিরোধী কাজ করছিলেন বলে কর্র্তৃপক্ষ অভিযোগ তোলে। তিনি গোপনে ওইসব সিনেমার ভিডিও এবং গান বিক্রিকালে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ফায়ারিং স্কোয়াডে হত্যার দৃশ্য প্রত্যক্ষ করতে সেখানে জোরপূর্বক উপস্থিত করা হয় তার স্ত্রী, ছেলে ও মেয়েকে। তাদেরকে দর্শকদের সামনের সারিতে অবস্থান করতে বাধ্য করা হয়। উত্তর কোরিয়া কর্তৃপক্ষ সমাজ বিরোধী কর্মকা-ের অভিযোগ ওই প্রদেশে এটাই প্রথম কাউকে মৃত্যুদ- দিয়েছে বলে জানা যাচ্ছে। সূত্র বলেছে, হত্যা করার পরে লি’র দেহ একটি ছালার বস্তায় জড়িয়ে একটি বক্সে তোলা হয়। তারপর দূরে কোথাও নিয়ে যায় কর্তৃপক্ষ। ওই সূত্রগুলো বলেছেন, লি’র মৃতদেহ যখন চারজন নিরাপত্তা রক্ষী তুলে নেয়, তখন অচেতন হয়ে পড়েন লি’র স্ত্রী। এ অবস্থায়ই তাকে লাগেজের মতো করে একটি ভ্যানে ছুড়ে মারে তারা। লি’র পরিবারের সদস্যদের এ সময় মুখ বন্ধ রাখতে বলা হয়। কাঁদতে চাইলে নীরবে কাঁদতে বলা হয়। এ অবস্থা দেখে তার প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন।

রিপোর্টে বলা হয়েছে, অভিযোগ স্বীকার করেছেন লি। তিনি জানিয়েছেন সিডি এবং ইউএসবি বিক্রি করতেন। তার কাছ থেকে এগুলো ৫ থেকে ১২ ডলারে কিনে নিতো লোকজন। যারা এসব কিনেছে কর্তৃপক্ষ এখন তাদেরকে খুঁজছে। দক্ষিণ কোরিয়ার গান ও ছবি বিক্রির অভিযোগে বিচার করা হয়েছে আরো ২০ জনের। সূত্র বলেছেন, যদি বর্তমান পরিস্থিতিতে কাউকে দেখা যায় যে, তিনি দক্ষিণ কোরিয়ার কোনো ভিডিও দেখছেন, তাহলে তাকে হয়তো যাবজ্জীবন জেল বা মৃত্যুদ- দেয়া হবে। কেউ জানে না কাকে এরপর মৃত্যুদ- দেয়া হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com