1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ

যুবলীগ থেকে ব্যারিস্টার সুমনকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৪২ বার দেখা হয়েছে

বিতর্কিত বক্তব্য দেয়ার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার রাতে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল মানবকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয় বাংলা স্লোগান নিয়ে কটাক্ষ করায় ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শরীয়তপুরের পালং মডেল থানার ওসির সমালোচনা করতে গিয়ে আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শুক্রবার নিজ ফেসবুক থেকে লাইভে আসেন।

লাইভে ব্যারিস্টার সুমন বলেন, ‘শেখ কামাল সাহেবের জন্মদিনে শরীয়তপুরের পালং থানার ওসি আক্তার হোসেনের আওয়ামী লীগের দলীয় স্লোগান দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হয়েছে দু-একটা কথা বলা দরকার। আওয়ামী লীগের স্লোগান দেয়ার মানুষ কী এতই কম যে একজন ওসি সাহেবের এই স্লোগান দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমার কথা হচ্ছে, আপনি যখন সরকারি দায়িত্বে থাকবেন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আবেগ দেখানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নিয়ে আসা উচিত। কিন্তু তিনি এখনো ওই জায়গাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। আবেগ দেখানো ভালো। কিন্তু আপনি যখন আবেগ দেখাতে গিয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করে দিলেন, তখন সরকারের কিন্তু অনেক ক্ষতি করে দিলেন।’

বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে থাকা আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের এ লাইভ ভিডিও প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সমালোচনা’র সৃষ্টি হয়েছে।

অনেকে ২০২০ সালের ১০ মার্চ বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ‘জয় বাংলা’ কে বাংলাদেশের জাতীয় স্লোগান স্বীকৃতি দেওয়ার বিষয়টি সামনে এনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বক্তব্যের সমালোচনা করেন। এমনকি আওয়ামী যুবলীগের পদ থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিস্কারের কথাও ফেসবুকে লিখেন অনেকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com