মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়ন পরিষদের পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মনের মাধুরী দিয়ে ইউনিয়নকে আধুনিককরন করতে চান বিকল্পধারা বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার আহবায়ক শাহ আলম আলমাস । নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এলাকাবাসীর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হচ্ছে বলে জানা গেছে। চেয়ারম্যান হিসেবে নির্বাচন করার জন্য তিনি সমান তালে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সব শ্রেণিপেশার মানুষ একতাবদ্ধ করতে চালিয়ে যাচ্ছেন মতবিনিময় সভা।
তিনি বিকল্পধারা বাংলাদেশ সিরাজদিখান উপজেলার আহবায়ক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন । মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মাহি বি. চৌধুরী বিকল্প ধারার নেতা হওয়ার সুবাধে এবং তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বিশ্বস্ত ভ্যানগার্ড হওয়ার সুবাধে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উন্নয়নের অংশীদারও হয়েছেন । তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সংসদ সদস্যের কোঠা থেকে কিছু বেশী কাজ আনতে পারবেন বলেও এলাকাবাসীর ধারণা ।
এলাকাবাসীর সমস্যায় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । উপজেলার মধ্যে নিজেকে, সৎ,কর্মঠ, মেধাবী,কর্মী বান্দব, হিসাবে সর্বস্তরের মানুষের নিকট পরিচিতি লাভ করেছেন । শেখরনগর এস,এস,সি পরীক্ষার কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন, শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন প্রাপ্তির জন্য বিশেষ অবদান, শেখরনগর, ঘনশ্যামপুর—আলমপুর রাস্তার পিচ ঢালাই করনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন ।
এছাড়াও শেখরনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস্তা,ব্রীজ,কালভার্ট,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করার জন্য বিশেষ ভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।শেখরনগর, আলমপুর রাস্তা, শেখরনগর ফৈনপুর রাস্তা, শেখরনগর-শিংগারডাক রাস্তা, ফৈনপুর-কালশুর ইছামতি নদীর উপর ব্রীজ নির্মাণের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । যাহা ইতি মধ্যে টিভি মিডিয়াসহ একাধিক মিডিয়ায় দেখানো হয়েছে । এ ব্যাপারে স্থানীয় সাংসদের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি ।
শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি । তার পিতা শেখ মোঃ জুলহাস । শৈশব, কিশোর জীবন কেটেছে জন্মস্থান ঘনশ্যামপুর গ্রামে । তিনি রায় বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন থেকে সুনামের সাথে এস,এস,সি পরীক্ষায় পাশ করেন ও শ্রীনগর কলেজ থেকে এইচ,এস,সি পাশ করেন । পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাজুয়েশন করেন।
তারপর তিনি দেশের প্রখ্যাত চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন পুরুষ,সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সহচার্যে আসেন । পরবর্তীতে তিনি ৯০ এর গনতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন । পর তিনি সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী হিসাবে কর্মময় জীবন শুরু করেন । গনতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত থাকা কালিন সময় জুলুম অত্যাচার মাথায় নিয়ে আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন ।
বিকল্পধারা বাংলাদেশ সিরাজদিখান উপজেলা শাখার যুগ্ম আহবায়ক চন্দন মৃধা বলেন, এলাকার পরিবর্তনের জন্য নতুন কাউকে সুযোগ দিতে হবে । শাহ আলম আলমাস একজন পরিশ্রমী নেতা তিনি চেয়ারম্যান হতে পারিলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে ।
শাহ আলম আলমাস বলেন, মাঠে একট্টা হচ্ছে এলাকাবাসী। আসন্ন নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে কাজ করছেন ইউনিয়নের বিশিষ্টজনরা। আমি শেখরনগর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত আধুনিক ইউনিয়ন গড়ে তুলব ইনশাআল্লাহ।