আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হবে আজ।সভায় বিজয় দিবস উদযাপনে আওয়ামী লীগ ও সরকারের কর্মসূচি সফলভাবে আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।
আজ সোমবার সকাল ১১টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সভা আহ্বান করা হয়েছে। গতকাল আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, খালেদা জিয়ার চিকিৎসাসহ নানা ইস্যুতে দলের করণীয় নিয়েও আলোচনা করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।