আগামীকাল ৪ জানুয়ারি। গৌরব, ঐতিহ্য আর সংগ্রামের ৭৫ বছরে পা রাখছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ- এককথায় দেশের ইতিহাসের প্রতিটি উজ্জ্বল পর্বে ছাত্রলীগের অনেক গৌরবোজ্জ্বল অধ্যায় সংযুক্ত আছে।
তবে অতীত ঐতিহ্য এখন অনেকটাই ম্লান। ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরুর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, এবার ছাত্রলীগ হবে ‘নতুন মডেল’। তবে এখন পর্যন্ত স্পষ্ট হয়নি সেই নতুন মডেল। উল্টো সংগঠনটিতে বিপরীত আদর্শের নেতা-কর্মীদের অনুপ্রবেশ, স্বজনপ্রীতি, বিতর্কিত কর্মকান্ডসহ নানা কারণে বেড়েছে বিশৃঙ্খলা, হতাশা। করোনাকালে মানবিক কর্মকান্ড প্রশংসিত হলেও বিতর্ক পিছু ছাড়েনি। নারী কেলেঙ্কারি, ইয়াবা সিন্ডিকেটসহ নানা অপরাধে শিরোনাম হচ্ছে ছাত্রলীগ। গঠনতন্ত্রে দুই বছরের বাধ্যবাধকতা থাকলেও প্রায় সাড়ে তিন বছর পরও সম্মেলন হয়নি। আগামীকাল সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আসতে পারে সম্মেলনের নির্দেশনা। প্রথমে ঢাকা মহানগর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় নির্বাহী সংসদ ঢেলে সাজানো হবে। এরপর ওই নেতৃত্বের মাধ্যমেই সারা দেশে ছাত্রলীগের নতুন কমিটি দিয়ে সংগঠনকে উজ্জীবিত করা হবে।বিস্তারিত