সড়ক দুর্ঘটনায় দিনাজপুরে চার, বগুড়ায় এক, লক্ষ্মীপুরে এক, বাগেরহাটের ফকিরহাটে এক ও পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একজনসহ মোট আটজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—
দিনাজপুর: জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ চারজন নিহত হয়েছেন। এর মধ্যে গতকাল ভোর পৌনে ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মহাসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন তার দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে একটি মোটরসাইকেলে গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্দেশে রওনা দেন। পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মহাসড়ক অতিক্রম করার সময় একটি তেলবাহী লরি পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই মাদ্রাসা শিক্ষকের স্ত্রী ফাইমা বেগম (৩০) ও মেয়ে বিউটি (১৩) প্রাণ হারান। এ সময় স্থানীয়রা মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ হোসাইন ও তার ১৮ মাস বয়সী শিশুপুত্র সাইফুলকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শিশু সাইফুলের মৃত্যু হয়।
অন্যদিকে গতকাল সকাল ৮টার সময় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১৬ মাইল নামক স্থানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাহিদুর রহমান (৫০) নিহত হয়েছেন। বীরগঞ্জ পৌর এলাকার বাসিন্দা সাহিদুর পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বগুড়া: সদর উপজেলার শাকপালা মোড়ে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
বগুড়ার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈকত হাসান জানান, রংপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহন দুপুর ১২টার দিকে জেলা শহরের শাকপালা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যান এবং দশজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশার ধাক্কায় বন্ধন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বিকালে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের জেলা কারাগারসংলগ্ন বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে চিকিৎসার জন্য রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত বন্ধন লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মুক্তিগঞ্জ এলাকার প্রবাসী শ্যামলের ছেলে।
বাগেরহাট: জেলার ফকিরহাটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক এবি আহাদ শেখ (২৬) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের পালেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ শেখ রামপাল উপজেলার ফয়লা এলাকার শওকত আলী শেখের ছেলে।
পিরোজপুর: জেলার নাজিরপুরে বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।