ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে একটি কথিত কারখানায় ড্রামের ময়লাযুক্ত তেল বোতলে ভরে বিক্রি করা হচ্ছে। সদর উপজেলার রহিমানপুর কৃষ্ণপুর গ্রামে গত একমাস যাবত চলছে এ কার্যক্রম।
কারখানায় সরজমিনে গিয়ে দেখা যায়, বাহির থেকে দরজা বন্ধ। শুধু গ্রিল গেট হালকা ফাঁকা। কারখানায় নেই কোনো শব্দ৷ একজনের অনুমতি নিয়ে ভেতরে গিয়ে দেখা গেলো চারজন নারী বোতলে তেল ভরছেন। দুজন ছেলে তেল প্যাকেট করছেন আর একজন নারী ও একজন পুরুষ সাদা বোতলে কোম্পানির লেবেল আঠা দিয়ে লাগাচ্ছেন।
দেখা যায়, ময়লাযুক্ত তেল একটি প্লাস্টিকের পাইপের মাধ্যমে বোতলে ভরছেন নারী শ্রমিকরা। চারদিকে নোংরা পরিবেশ। মেঝেতে তেল পড়ে স্যাঁতসেঁতে অবস্থা। যে লেবেল বোতলের গায়ে লাগানো হচ্ছে, তা আবার বিএসটিআইয়ের লোগো সংযুক্ত করা হয়েছে।
কারখানার মালিক কে, জানতে চাইলে মালিক উপস্থিত থেকেও নিজের পরিচয় গোপন করেছেন। মালিক ডাক্তারের কাছে আছেন বলে এখানে-সেখানে ফোন করেন। এরই মধ্যে তিনি যে মালিক আশরাফুল ইসলাম তা নিশ্চিৎ হওয়া গেছে। বিস্তারিত