জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বর্তমানে সবকটিই ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে। দেশ স্বাধীনের পর দু-এক বার বিচ্ছিন্নভাবে অন্য রাজনৈতিক দলের কেউ কেউ নির্বাচিত হলেও বেশির ভাগ সময় পাঁচটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। জয়ের এ ধারা ধরে রাখতে মনোনয়ন প্রত্যাশায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার কথা বললেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি প্রার্থীরাও। আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের অংশীদার হিসেবে আসন ছাড়ের প্রত্যাশায় মাঠে রয়েছে জাতীয় পার্টি।বিস্তারিতবিস্তারিত