জাতীয় নির্বাচনের ১০ মাস বাকি থাকলেও বসে নেই মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি, জাতীয় পার্টিসহ অন্য দলগুলো। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন জেলার সর্বত্র। ব্যানার, ফেস্টুন আর রংবেরঙের পোস্টারে ছেয়ে গেছে জেলার ছয়টি উপজেলা।
দলগুলো বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সম্মেলনের মাধ্যমে নেতা-কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা করছে। এ ছাড়া তরুণ প্রার্থীদের প্রচার-প্রচারণাও চোখে পড়ার মতো। জেলায় চায়ের আড্ডা থেকে শুরু করে সর্বত্র এখন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার ঝড়।
এক সময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মুন্সীগঞ্জ জেলার তিনটি আসন ১৫ বছর ধরে আওয়ামী লীগ ও এর জোটের দখলে আছে। গত নির্বাচনে আওয়ামী লীগ জোটের সদস্য বিকল্প ধারাকে ছেড়ে দেওয়া হয় মুন্সীগঞ্জ-১ আসনটি। জেলার অন্য দুটি আসন মুন্সীগঞ্জ-২ ও ৩-এ আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।বিস্তারিত