দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট মাস বাকি থাকলেও ভোট প্রস্তুতি শুরু হয়েছে আওয়ামী লীগে। নির্বাচনী ইশতেহার তৈরি, সদস্য সংগ্রহ কার্যক্রম বাড়ানো, উঠান বৈঠক, উন্নয়ন প্রচার, কর্মিসভা, বর্ধিত সভাসহ নানা কার্যক্রম শুরু করেছে টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা দলটি। রমজানে ইফতার পার্টি না করলেও ইফতারসামগ্রী বিতরণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছাকাছি যাচ্ছেন দলীয় নেতারা। একই সঙ্গে সামনে নৌকা নিয়ে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের এখনই বার্তা দেওয়া হচ্ছে। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের এমপি ও আগামীতে মনোনয়নপ্রাপ্তদের এ নির্দেশনা দিচ্ছেন। বর্তমানে সংসদে থাকা এমপি, যারা এরই মধ্যে দলীয় প্রধানের বার্তা পেয়েছেন তারা পুরোদমে কাজ শুরু করেছেন। আবার যারা কালো তালিকাভুক্ত আছেন, তারাও চেষ্টা করছেন মনোনয়নে টিকে থাকতে। আর নতুন করে যাদের ‘সবুজ সংকেত’ দেওয়া হচ্ছে তারাও তৃণমূলে সক্রিয় হয়ে উঠেছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ে নেতারা এসব তথ্য জানিয়েছেন। দলের একাধিক সূত্র জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক গতি বাড়াচ্ছে আওয়ামী লীগ। আগামী পাঁচ মাসে দলে ২ কোটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করবেন ক্ষমতাসীন দলটির নেতারা। মে মাস থেকে এ কার্যক্রম জোরদার করা হবে। বিস্তারিত