1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকা-নয়াদিল্লির বিবাদ বেড়েছে। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের স্বর্ণের বাজারে নতুন রেকর্ড মূল্য নির্ধারণ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণঅধিকার পরিষদকে দুই আসনে সমর্থন বিএনপির তিন দিনের কর্মশালায় প্রার্থিতা নিশ্চিত ও প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে আলোচনা ও বিতর্ক তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে নেতৃত্ব সংকট ও কর্মসূচি ঘোষণা নিয়ে আলোচনায় ইনকিলাব মঞ্চ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে আসামিদের জীবিত গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

যাত্রার শুরুতেই দুই ‘কিংস পার্টির’ নেতৃত্ব নিয়ে বিরোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ বার দেখা হয়েছে

নির্বাচন কমিশনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়ে হঠাৎ আলোচনায় আসা তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া কথা বলছে। দল দুটি মনোনয়ন ফরম বিলি শুরু করলেও নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, সংকট দেখা দিয়েছে। শুরুতে দল দুটির যাঁরা উদ্যোক্তা ছিলেন তাঁরা এখন আর মূল নেতৃত্বে নেই।

‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া এই দল দুটি সরকারি মহলের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা আছে। বিএনপি থেকে বেশ কিছু বড় নেতাকে বের করে এনে নির্বাচনে প্রার্থী করানোর লক্ষ্য নিয়ে দল দুটি সক্রিয় বলে প্রচার রয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু দৃশ্যমান হয়নি।

এর মধ্যে বিএনএম এখন পর্যন্ত দলের চেয়ারম্যান ঠিক করতে পারেনি। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দলটিতে দ্বন্দ্বের আভাস মিলছে। গত ১০ আগস্ট বিএনএম নির্বাচন কমিশনে নিবন্ধন পায়। তখন দলের আহ্বায়ক ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুর রহমান আর সদস্যসচিব ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য মেজর (অব.) মো. হানিফ।

গত বৃহস্পতিবার ঢাকার গুলশানে এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে বিএনএমের কাউন্সিল হয়। তাতে আগের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ও জাতীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। দলটির মহাসচিব করা হয় মো. শাহ্জাহানকে। তবে চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদসহ অন্যান্য পদ খালি রাখা হয়।

গত সোমবার বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমে যোগ দেওয়ার পরপরই তাঁকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

তবে দলটির বিলুপ্ত কমিটির নেতারা কোনো এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে কাউন্সিল করা ও নতুন কমিটি গঠনের বিষয়ে আপত্তি তুলেছেন। দলটির আগের কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে রাতের আঁধারে নতুন কমিটি করা হয়েছে। গোপন জায়গায় কয়েকজন মিলে বৈঠক করে সেটাকে দলের কাউন্সিল বলা হচ্ছে।

এ বিষয়ে মো. শাহ্জাহান প্রথম আলোকে বলেন, ‘সরোয়ার হোসেন কেন এভাবে বলছেন, তা বলতে পারব না। তাঁকেসহ আহ্বায়ক কমিটির সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। এই সময়ে এসে এসব কথা না বলাই ভালো।’বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com