1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটার সচেতনতায় ‘ভোটের গাড়ি’ কর্মসূচি শুরু বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে ডিগ্রির পাশাপাশি সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক শক্তির ওপর গুরুত্বারোপ ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান আরও সংহত করল বার্সেলোনা গ্রিসের গাভদোস উপকূলে ৫৩৯ অভিবাসী উদ্ধার, ৪৩৭ জন বাংলাদেশি শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে যমজ সন্তানের নামকরণ যশোরে ব্যবসায়ী অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে বিএনপি নেতা জনিসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকা-নয়াদিল্লির বিবাদ বেড়েছে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান তারেক রহমানের স্বর্ণের বাজারে নতুন রেকর্ড মূল্য নির্ধারণ

স্বতন্ত্র প্রার্থী ২৫ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৪ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া গত বৃহস্পতিবার শেষ হয়েছে। আসন্ন এ নির্বাচনে ৩শ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৭১৩ প্রার্থী। তাদের মধ্যে স্বতন্ত্র ৭৪৭ জন। অর্থাৎ মোট প্রার্থীর এক চতুর্থাংশ স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রতি আসনে গড়ে ৯ জন করে প্রার্থী ভোটের লড়াইয়ে নামবেন। নির্বাচনে কতটি দল অংশগ্রহণ করবে আর কতটি দল ভোট বর্জন করছেÑ এ পরিসংখ্যান ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। প্রাপ্ত তথ্যমতে, নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ভোটে যাচ্ছে ৩২টি, বর্জন করেছে ১২টি দল। কোনো দলই ৩শ আসনে প্রার্থী দেয়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগ শরিকদের জন্য দুটি আসন ফাঁকা রেখেছে। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ২৮৬টি আসনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। নির্বাচন কমিশনে (ইসি) এখন চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাই। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার সময় শেষ হয় ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে। সারা দেশ থেকে আসা তথ্য সমন্বয় করে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গতকাল শুক্রবার মনোনয়নপত্র জমার পরিসংখ্যান সাংবাদিকদের জানান।

আসন ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সর্বোচ্চ ২৫টি মনোনয়নপত্র জমা পড়েছে বগুড়া-৭ আসনে। অন্যদিকে সর্বনি¤œ ৪টি মনোনয়নপত্র জমা পড়েছে ১২টি সংসদীয় আসনে। মোট ২৭১৩টি মনোনয়নপত্রের মধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে মনোনয়নপত্র জমা পড়েছে ১ হাজার ৯৬৬টি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৯৮টি আসনে মোট মনোনয়নপত্র দাখিল করেছে ৩০৩টি। পাঁচটি আসনে তাদের দুজন করে প্রার্থী রয়েছে। অপরদিকে জাতীয় সংসদে বিরোধীদল জাতীয় পার্টি ২৮৬টি আসনে ৩০৪টি মনোনয়নপত্র জমা দিয়েছে। ১৮টি আসনে তাদের দুজন করে প্রার্থী রয়েছে।

যদিও মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বলা যাবে শেষ পর্যন্ত কতজন প্রার্থী ভোটের লড়াইয়ে টিকে থাকবেন। বিএনপি ভোটে না থাকায় এবার স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি। প্রায় প্রতিটি আসনেই কোনো না কোনো দলের মনোনয়ন বঞ্চিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com