1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষা ব্যবস্থা তরুণদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা: চলমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা নিয়ে আঞ্চলিক সম্মেলন শুরু প্রবাসীকল্যাণ ব্যাংকে শারীয়াহভিত্তিক ঋণ কার্যক্রম শীঘ্রই শুরু হবে টেকসই ব্লু ইকোনমির ভিত্তি গড়তে কাজ করছে সরকার: মিডা চেয়ারম্যান মমতাজ বেগম ও সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি-জমি ক্রোকের আদেশ আদালতের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ মামলার রায় ২ ফেব্রুয়ারি টেলিগ্রামভিত্তিক অনলাইন প্রতারণা চক্রের আট সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ সিম ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ জানুয়ারি

আয় নেই, কর্তব্যে নেই, মাথাভারী বাসস বাসস চালাতে সরকার বছরে ৩৮ কোটি টাকার বেশি অনুদান দেয়। নিজস্ব আয় সামান্য। উঁচু পদে জনবল বেশি।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার দেখা হয়েছে

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান দায়িত্ব দেশ–বিদেশের সংবাদ সংগ্রহ করে তা গণমাধ্যমের সাহায্যে বাংলাদেশসহ সারা বিশ্বের জনগণের কাছে প্রচার করা; কিন্তু দেশের সরকারি মিডিয়া তালিকাভুক্ত ৫৮৪টি দৈনিক পত্রিকা ও ৩৬টি বেসরকারি টেলিভিশনের মধ্যে বাসসের গ্রাহকসংখ্যা ৫০-এর কম। দেশের বাইরে বাসসের কোনো গ্রাহক নেই।

বাসস সূত্র জানায়, দেশের যে ৪৭টি পত্রিকা ও টেলিভিশন সংস্থাটির গ্রাহক, তার মধ্যে নিয়মিত সেবা নেয় ২৮টি। দেশের বাইরে ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া—এই পাঁচ দেশের পাঁচটি সংবাদ সংস্থার সঙ্গে বাসস খবর আদান–প্রদান করে; কিন্তু তারা গ্রাহক নয়। তবে বাসস নিজে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির গ্রাহক।

সূত্র জানায়, দেশের গ্রাহকদের কাছ থেকে সংস্থাটির বছরে ৬৭ লাখ টাকার মতো আয় হওয়ার কথা; কিন্তু এর প্রায় অর্ধেক থাকে অনাদায়ি। এর বাইরে ঢাকার মতিঝিলে বাসসের একটি ভবন ভাড়া থেকে তাদের বছরে ৬০ লাখ টাকা আয় হয়।

সারা বিশ্বে সংবাদ সংস্থাগুলো মূলত গ্রাহকদের কাছে খবর বিক্রি করা আয়ে চলে; কিন্তু এই খাত থেকে বাসসের আয় নেই বললেই চলে। সূত্র জানায়, দেশের গ্রাহকদের কাছ থেকে সংস্থাটির বছরে ৬৭ লাখ টাকার মতো আয় হওয়ার কথা; কিন্তু এর প্রায় অর্ধেক থাকে অনাদায়ি। এর বাইরে ঢাকার মতিঝিলে বাসসের একটি ভবন ভাড়া থেকে তাদের বছরে ৬০ লাখ টাকা আয় হয়।

এই সংবাদ সংস্থাকে চালাতে বছরে ৩৮ কোটি টাকার বেশি অনুদান দিচ্ছে সরকার, যার প্রায় পুরোটাই খরচ হয় কর্মীদের বেতন-ভাতায়। দলীয়করণ আর নানা অনিয়মের মাধ্যমে ইচ্ছেমতো নিয়োগ ও পদোন্নতি দেওয়ার ফলে বছর বছর এই ব্যয় বেড়ে চলেছে। আর তাতে মাথাভারী হয়ে ধুঁকছে জনগণের টাকায় চলা এই জাতীয় সংবাদ সংস্থা। সংস্থাটিতে কর্মরত ব্যক্তিদের প্রায় ৪৭ শতাংশই চাকরি করেন সর্বোচ্চ পর্যায়ের গ্রেডে (বিশেষ গ্রেড ও গ্রেড-১)।

১৯৭২ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে বাসস। মূলত তখনকার অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) ঢাকা ব্যুরোকে বাসসে রূপান্তরিত করা হয়েছিল। বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com