1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষা ব্যবস্থা তরুণদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের আহ্বান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হবে সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা: চলমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা নিয়ে আঞ্চলিক সম্মেলন শুরু প্রবাসীকল্যাণ ব্যাংকে শারীয়াহভিত্তিক ঋণ কার্যক্রম শীঘ্রই শুরু হবে টেকসই ব্লু ইকোনমির ভিত্তি গড়তে কাজ করছে সরকার: মিডা চেয়ারম্যান মমতাজ বেগম ও সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি-জমি ক্রোকের আদেশ আদালতের পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ মামলার রায় ২ ফেব্রুয়ারি টেলিগ্রামভিত্তিক অনলাইন প্রতারণা চক্রের আট সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ সিম ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ জানুয়ারি

২৮ লাখ কো‌টি টাকা আওয়ামী লীগ আমলে পাচার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার দেখা হয়েছে

ডিজিটাল রিপোর্ট

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের আমলে বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে বাংলাদেশের পাচার সম্পদের অযৌক্তিক ঋণ ও পুনরুদ্ধার বিষয়ক একটি সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারের আয়োজন করে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম ও সম্ভাবনার বাংলাদেশ।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর ব্যাংক খাত থেকে যে ১৭ বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলেছেন, বাস্তবে তার পরিমাণ আরো বেশি। রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে সরকারের সঙ্গে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে প্রতি বছরে ১২ থেকে ১৫ বিলিয়ন ডলার পাচার করেছে। যদিও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে কী পরিমাণ টাকা পাচার হয়েছে এর প্রকৃত হিসাব কোথাও নেই।

তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব হলেও প্রক্রিয়াটি খুবই জটিল। যে দেশে অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সঙ্গে আইনি চুক্তি ও সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক সংস্কৃতি পরিবর্তন না হলে অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ হবে না।

ড. ইফতেখারুজ্জামান বলেন, অর্থ পাচার রোধে রাষ্ট্রকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ সময় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পাচার হওয়া অর্থ ফেরাতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী দুই বছরের মধ্যে যদি একটা পয়সাও ফেরত আসে তাহলে সেটাও বড় অর্জন হবে।

তিনি বলেন, বাংলাদেশে ঋণ খেলাপির সংস্কৃতি যারা চালু করেছেন, সেই প্রভাবশালীরাই পাঁচ তারকা হোটেলে বসে ব্যাংক খাতের নীতি পলিসি তৈরি করতো। আর বাংলাদেশ ব্যাংক সেসব পলিসি শুধু ঘোষণা করতো।

গ্রিনওয়াচ ঢাকার এডিটর মোস্তফা কামাল মজুমদারের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন ওয়েস্ট সিডনি ইউনিভার্সিটির এমিরেটস অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ প্রমুখ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com