1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলা: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি, ১৫ ডিসেম্বর কর্মসূচির ঘোষণা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত হাতিয়ায় অচল নৌ-অ্যাম্বুলেন্সে ব্যাহত জরুরি স্বাস্থ্যসেবা চার দশক পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা বাখেরআলী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তসিকুল ইসলামের মরদেহ হস্তান্তর শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় ইনকিলাব মঞ্চ মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক, ঝুঁকিপূর্ণ ৭২ ঘণ্টা পার করছেন

ফোনালাপ ফাঁস: জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বললেন শেখ হাসিনা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

 

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে পলায়নের পর থেকে একের পর এক শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হচ্ছে। তার মধ্যে একটি ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন এবং উল্লেখ করেছেন যে, এই দলটির আর তার প্রয়োজন নেই।

সোমবার জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে ৫ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপটি পোস্ট করেন।

ফোনালাপটি গত বছরের জুলাইয়ে রেকর্ড করা হয়, যখন দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।

ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানককে বলেন, ‘তুমি আমাকে যা বলবে, সত্যি কথা বলবে।’

নানক জবাব দেন, ‘জি বলব।’ এরপর শেখ হাসিনা নানককে প্রশ্ন করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’ নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে, কালপ্রিট, জাতীয় পার্টির, ওর সঙ্গে কয়েকজন ছেলে আছে। এই ১৫-২০ জন সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুর ঠিক আছে, শুধু পল্লবীতে সমস্যা।’

এতে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, ‘চুপ করো। জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নেই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। এবার একটারও ছাড়ব না।’ নানক জবাব দেন, ‘একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।’

এর আগে রোববার (১৭ আগস্ট) জুলকারনাইন সায়ের জাসদের সভাপতি হাসানুল হন ইনুর সঙ্গে শেখ হাসিনার ৫ মিনিট ৩৪ সেকেন্ডের ফোনালাপ প্রকাশ করেন। ফোনালাপে ইনু বলেন, ‘আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী। অ্যারেস্ট করলে আর মিছিল করার লোক থাকবে না।’ শেখ হাসিনা জবাবে বলেন, ‘আমরা রণক্ষেত্রের সাথী।’

অডিওতে আরও দেখা যায়, ইনু ইন্টারনেট চালুর বিষয়ে পরামর্শ দেন। শেখ হাসিনা বলেন, ‘ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এলে চালু করবে।’ এছাড়া জাসদের তালিকা তৈরি করে তাদের ধরার পরামর্শে শেখ হাসিনা সম্মতি দেন।

ফোনালাপ ফাঁসের ঘটনায় এটি উল্লেখযোগ্য যে, গত এক বছরে শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড প্রকাশিত হয়েছে। এর মধ্যে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথোপকথনও রয়েছে। সবগুলোর কথোপকথনই রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com