1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন সালাহউদ্দিন আহমেদ ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলাকে নির্বাচনকেন্দ্রিক ষড়যন্ত্র আখ্যা এনসিপির আহ্বায়কের মব রাজনীতির উত্থান গণতন্ত্রের জন্য উদ্বেগজনক: আমির খসরু ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলা: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি, ১৫ ডিসেম্বর কর্মসূচির ঘোষণা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কঠিন গ্রুপে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, দ্রুত নিয়ন্ত্রণে বড় ক্ষতি এড়ানো চীনা পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল ভারত হাতিয়ায় অচল নৌ-অ্যাম্বুলেন্সে ব্যাহত জরুরি স্বাস্থ্যসেবা চার দশক পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হলসংসদ নির্বাচন আয়োজনের উদ্যোগ গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা

ভাঙছে সঞ্চয়পত্র কমছে কেনা এক বছরে সঞ্চয়পত্র বিক্রি কমেছে ৮৭ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

বছরের পর বছর ধরে সঞ্চয়পত্র ছিল মধ্যবিত্তের সঞ্চয়ের নিরাপদ আশ্রয়। চাকরিজীবী থেকে প্রবাসী, ছোট ব্যবসায়ী থেকে অবসরপ্রাপ্ত অসংখ্য মানুষ ভবিষ্যতের নিশ্চয়তা ভেবে টাকা রেখেছিলেন সরকারের এই স্কিমে। কিন্তু এখন সেই আস্থার জায়গাতেই দেখা দিচ্ছে ভাঙন। ব্যাংকে গিয়ে জমা তুলছেন অনেকে, ডাকঘরে ভিড় আর তেমন নেই। মানুষ সঞ্চয়পত্র কিনছেন কম, বরং পুরোনো বিনিয়োগ ভেঙে নিচ্ছেন বেশি।

সম্প্রতি প্রকাশিত জাতীয় সঞ্চয় অধিদপ্তরের বিনিয়োগ রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের ডাকঘরগুলোতে সঞ্চয়পত্রে মোট জমা হয়েছে ৯৩৫ কোটি টাকা আর পরিশোধ হয়েছে ১ হাজার ২৭১ টাকা। অর্থাৎ যারা নতুন করে কিনেছেন, তার চেয়ে বেশি মানুষ এখনো পুরোনো সঞ্চয়পত্র ভেঙে নিচ্ছেন।

অন্যদিকে চলতি অর্থবছরের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) তিন মাসে ডাকঘরগুলোর সঞ্চয়পত্রে মোট জমা হয়েছে ২ হাজার ৫৭১ কোটি টাকা আর পরিশোধ হয়েছে ৩ হাজার ৩৫৬ টাকা। এতে বোঝা যায় সাধারণ মানুষ আর সঞ্চয়পত্রের প্রতি আগ্রহ দেখাচ্ছেন না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের আগস্টে সঞ্চয়পত্রে গ্রাহকদের নিট বিনিয়োগ ছিল ২ হাজার ৩৬ কোটি টাকা। কিন্তু চলতি বছরের আগস্টে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২৮৯ কোটি টাকায়। অর্থাৎ এক বছরে বিক্রি কমেছে ৮৭ শতাংশেরও বেশি।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com