আইন আদালত ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহাম্মদপুর থানা পুলিশ এলাকাব্যাপী অভিযান চালিয়ে দ্রুত বিচার আইন, চুরি, নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি এবং ডিএমপি অধ্যাদেশ আইনে জড়িতদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রিয়াদ (২৮), মেহেদী হাসান বাবু ওরফে পেপার বাবু (৩১), মোবারক (২৩), মনির (২৬), আসমা (২২), নুরুল আমিন (৬৫), কিরন (৩৫), হৃদয় (৩৩), সোহাগ গাজী (৩০), সবুজ (৩৮), মফিজুল (৩০), গোলাপি ওরফে সুজন (৩৬), মনির (৩৮) ও রনি (২৭)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মোহাম্মদপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।