জাতীয় ডেস্ক
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে ৫০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চাহিদাপত্র পিএসসিতে না পৌঁছালেও বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এবারের বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ছয়শ থেকে এক হাজার সাতশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে।
পিএসসি সূত্রে জানা গেছে, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই বিসিএস পরীক্ষার একটি বার্ষিক রোডম্যাপ প্রণয়ন করে। ওই রোডম্যাপ অনুযায়ী, প্রতি বছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়। সেই পরিকল্পনা অনুসারে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তিও নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশের প্রস্তুতি চলছে।
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এ বিষয়ে বলেন, ৫০তম বিসিএসের চাহিদাপত্র পাঠানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে। তিনি জানান, “মন্ত্রণালয় থেকে অনুমোদিত পদসংখ্যা পাওয়ার পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আমাদের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নভেম্বরের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ এবং আগামী বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে।”
পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন, চাহিদাপত্রে উল্লেখিত পদসংখ্যা ও ক্যাডারভিত্তিক বিভাজন অনুমোদনের পরই প্রাথমিক খসড়া বিজ্ঞপ্তি চূড়ান্ত করা হবে। সাধারণত বিসিএসের মাধ্যমে প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, কাস্টমস ও করসহ বিভিন্ন সাধারণ ও পেশাগত ক্যাডারে কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। এবারও একই কাঠামো বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীদের আবেদন গ্রহণ, প্রাথমিক বাছাই, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। পিএসসি পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষার প্রতিটি ধাপ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে ঘোষিত সময়সূচি অনুযায়ী ফলাফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, নিয়মিত সময়সূচি অনুযায়ী বিসিএস আয়োজন সরকারি চাকরিতে দক্ষ জনবল নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি দীর্ঘসূত্রিতা কমিয়ে প্রশাসনিক কার্যক্রমে নতুন কর্মকর্তাদের দ্রুত সংযুক্ত করা সম্ভব হবে।
পিএসসির কর্মকর্তারা জানিয়েছেন, রোডম্যাপ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সচল থাকলে ভবিষ্যতে বিসিএস পরীক্ষার ফলাফল প্রকাশে বিলম্ব অনেকাংশে কমে আসবে। তারা আরও জানান, ৫০তম বিসিএসের প্রাথমিক আবেদন, পরীক্ষা ও ফলাফল প্রকাশের সময়সূচি আগের বছরের ধারা বজায় রেখেই নির্ধারণ করা হবে।
সূত্রের ভাষ্য অনুযায়ী, চাহিদাপত্র অনুমোদিত হলেই কমিশন বিজ্ঞপ্তি প্রকাশের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করবে। সে অনুযায়ী, নভেম্বরের প্রথম সপ্তাহেই ৫০তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে