জাতীয় ডেস্ক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট খুলে দেওয়া হয়েছে। ছোটখাটো কিছু প্রযুক্তিগত সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করা হবে।”
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত পরিস্থিতি এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মাদক পরিস্থিতি, সীমান্ত ইস্যু ও নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “গতকাল (সোমবার) বিএনপির প্রার্থীদের তালিকা প্রকাশের পর কয়েকটি এলাকায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্যের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় উসকানিমূলক ও ভিত্তিহীন বক্তব্য ছড়ানো হয়, যা বিভ্রান্তি সৃষ্টি করে। সাংবাদিকরা যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রচার করলে এসব বিভ্রান্তি অনেকটাই প্রতিহত করা সম্ভব। কোনো তথ্য নিয়ে সন্দেহ থাকলে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।”
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট চালুর মাধ্যমে যাত্রীদের পাসপোর্ট যাচাই ও ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রযুক্তি সম্পূর্ণরূপে চালু হলে যাত্রীদের সময় সাশ্রয় হবে এবং নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।