জাতীয় ডেস্ক
ঢাকা, ৪ নভেম্বর ২০২৫: নির্বাচন কমিশন (ইসি) তিনটি নতুন রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন পেতে যাওয়ার পর তাদের জন্য নির্ধারিত প্রতীক ঘোষণা করেছে। এগুলো হলো—বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং জাতীয় নাগরিক পার্টি। এই তিনটি দল পরবর্তী সময়ে এই প্রতীকগুলো তাদের দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে, যদি কোনো আপত্তি বা দাবি উত্থাপিত না হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ আম জনগণ পার্টির জন্য ‘হ্যান্ডশেক’, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এর জন্য ‘কাঁচি’ এবং জাতীয় নাগরিক পার্টির জন্য ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
এছাড়া, নির্বাচনী প্রতীকগুলোর ক্ষেত্রে যদি কারও কোনো আপত্তি থাকে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষকে ১২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় দলিলসহ লিখিতভাবে ইসি সচিবের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে।
এই নবনিবন্ধিত দলগুলো তাদের নিজেদের মতামত বা দাবির ভিত্তিতে ইসি বরাদ্দ করা প্রতীকের উপর আপত্তি জানাতে পারবে। তবে, ইসি জানায় যে এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে প্রতীকগুলো চূড়ান্তভাবে ওই দলগুলোর কাছে আসবে এবং তারা পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
বর্তমানে, বাংলাদেশের রাজনীতিতে নতুন দলগুলোর আগমন নির্বাচনী প্রক্রিয়াকে আরও বিস্তৃত এবং বহুমুখী করার সুযোগ সৃষ্টি করবে। এসব দলকে ইসি থেকে প্রতীক বরাদ্দ দেওয়া বাংলাদেশের রাজনৈতিক বৈচিত্র্যকে তুলে ধরার পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে।
এদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, নতুন রাজনৈতিক দলগুলোকে প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশের উন্নয়নের জন্য ইতিবাচক। তবে তারা এও উল্লেখ করেন যে, এসব দলগুলোর প্রকৃত কার্যক্রম ও রাজনৈতিক দর্শন কী হবে, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।