জাতীয় ডেস্ক
আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেনকে (৬০) রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিলের পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবি লালবাগ বিভাগের সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে রমনা থানাধীন ওয়্যারলেস এলাকা থেকে বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বেলাল হোসেন মিছিলে সরাসরি পরিকল্পনা এবং অর্থায়নে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতা এবং জননিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
ডিবি পুলিশ আরও জানিয়েছে, ঘটনার তদন্ত এবং অভিযোগের প্রমাণ সংগ্রহের পর যথাযথ আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।