আইন আদালত ডেস্ক
ঢাকা: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের পর দলের নেতাকর্মীরা দুই যুবককে ধাওয়া দিয়ে আটক করেছে এবং তাদের পুলিশে সোপর্দ করেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে জানা যায়, বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের পর দলীয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে ধাওয়া করেন। এক যুবককে আটক করে পুলিশে দেয়ার আগে, এনসিপি নেতাকর্মীরা তাকে মারধর করেন। আটক যুবক তার নাম ইউসুফ এবং বাড়ি শরীয়তপুর বলে পরিচয় দিয়েছেন।
জিজ্ঞাসাবাদে ইউসুফ জানান, “সজিব এবং রাকিন আমাকে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করতে বলেছিল। বাইকে সজিব আমাকে নিয়ে আসছিল, এরপর সে একদিকে দৌড়ে পালিয়ে যায়, আমি আরেক দিকে দৌড় দিচ্ছি।”
ইউসুফ আরো বলেন, “আমার নাম ইউসুফ, বাড়ি শরীয়তপুর। গুলিস্তানে থাকি এবং পাঁচ-ছয় মাস ধরে দর্জির কাজে নিয়োজিত আছি।”
এ ঘটনার পর, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এবং আটককৃত যুবকসহ অন্যদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।