জাতীয় ডেস্ক
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলার কারণে কিছু প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, সীমানা জটিলতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩০টি মামলার ফলাফল নির্বাচনের তফসিল ঘোষণায় প্রভাব ফেলতে পারে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, সীমানা নির্ধারণ নিয়ে বিভিন্ন আদালতে মামলা চলছে এবং এগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তফসিলের সঠিক সময় নির্ধারণে কিছুটা বিলম্ব হতে পারে।
বাগেরহাট জেলার সংসদীয় চারটি আসন নিয়ে মামলা করার প্রসঙ্গে তিনি বলেন, “বাগেরহাটের চারটি আসন নিয়ে আপিলের বিষয়ে আদালতের রায় হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।” এর মানে হলো, আদালতের রায় অনুযায়ী যদি সীমানায় কোনো পরিবর্তন বা সংশোধনী হয়, তবে তা নির্বাচনী তফসিলের ওপর প্রভাব ফেলতে পারে।
এছাড়া, নির্বাচনী প্রচারণার সময় কোনো প্রার্থী যদি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো স্থাপনা নির্মাণ করতে চান, তবে সেটি করা যাবে না বলে জানান ইসি সচিব। তিনি বলেন, নির্বাচন কমিশন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং নির্বাচনকালীন পরিবেশ যাতে সুষ্ঠু ও প্রতিবন্ধকতা মুক্ত থাকে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
গণভোটের বিষয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশনে জানানো হয়নি। তবে, আগামী বৃহস্পতিবার থেকে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে।” তিনি আরও বলেন, “নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সঙ্গেই ইসি সংলাপ করতে চায়, যাতে সবার মতামত নেওয়া যায়।”
ইসি সচিব আখতার আহমেদ আশা প্রকাশ করেন যে, সকল রাজনৈতিক দল নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিবে এবং সংলাপে অংশগ্রহণ করবে।