1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নির্বাচন ইস্যুতে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সুদানের কর্দোফানে ড্রোন হামলায় শতাধিক বেসামরিক নিহত, সংঘাতের তীব্রতা বাড়ছে টেলিভিশন নির্বাচনি অনুষ্ঠানে ব্যক্তিগত আক্রমণ নিষিদ্ধের নির্দেশ দিলো ইসি শাবনূরের জন্মদিনে ‘দুই নয়নের আলো’-র স্মরণ ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে ভর্তি বৃদ্ধি, সাম্প্রতিক ২৪ ঘণ্টায় কোন মৃত্যু নেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২২৫ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কার বিপক্ষে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল আসছে, আরও অন্যান্য দেশ থেকেও প্রস্তাবনা এসেছে সচিবালয়ে ভাতা বিতর্কে ১৪ কর্মকর্তা-কর্মচারীর সাময়িক বরখাস্ত দেশে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সুশিক্ষিত ও মানবিক গুণাবলীসম্পন্ন সন্তান দরকার — প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ১৪৯ বার দেখা হয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, গঠনমূলক চিন্তা-চেতনা-বিশ্বাস এবং সুস্থ মনের অনুভূতি ও সুস্থ মুল্যবোধের আলোকে এমন নাগরিক গড়তে হবে, যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে। সকলের স¦তঃস্ফূর্ত ও সমনি¦ত প্রচেষ্টার মাধ্যমেই এ লক্ষ্য অর্জন সম্ভব।

তিনি আজ ঢাকায় গণপূর্ত মিলনায়তনে নারায়ণগঞ্জ অফিসার্স ফোরাম আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের পক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার সন্তানদের এ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিবন্ধনকৃত প্রত্যেক শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’, এক হাজার টাকার প্রাইজবন্ড ও একটি শুভেচ্ছা স্মারক বিতরণ করেন।

ফোরামের সভাপতি মোহাম্মদ আব্দুল বাছেত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিল্লাল হোসাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল হক বক্তব্য রাখেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, প্রকৃত বিদ্যা অর্জন করে সুশিক্ষিত মানবসম্পদ হয়ে জাতিকে এগিয়ে নিতে হবে, গড়তে হবে সুস্থ সমাজ ও দেশ। এজন্য শিক্ষার্থীদের সঠিক পাঠ অনুশীলন করতে হবে।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের কল্যাণে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার নেতৃত্ব দেওয়ার জন্য এ মাটির, এ দেশের একটি সুশিক্ষিত ও মানবিক গুণাবলী সম্পন্ন সন্তান দরকার। এ জন্য সুশিক্ষার বিকল্প নেই। তাদেরকে স¦াধীনতার সঠিক ইতিহাস জানতে হবে, লালন করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা। তিনি সরকারের পাশাপাশি সাংগঠনিক ও ব্যক্তি উদ্যোগে সমাজ গঠনের জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্দীপনামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে নির্মল আনন্দ ও সৃজনশীল অনুপ্রেরণা যোগাবে এবং ছাত্রছাত্রীদের মেধা ও মননশীলতা বিকাশে অত্যন্ত সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com