1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৯০ বার দেখা হয়েছে

২০১৭-১৮ অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী দায়িত্ব সম্পাদনের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ও দপ্তর প্রধানরা। আজ ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।
চুক্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সিনিয়র শিল্প সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের আওতাধীন এগারোটি সংস্থা ও দপ্তর প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিল্প সচিব বলেন, পরিকল্পিত উদ্যোগ ও সময়মাফিক কর্মপরিকল্পনার মাধ্যমে যে কোন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। সরকারের লক্ষ্য বাস্তবায়নে মন্ত্রণালয়ের আওতাধীন সকল সংস্থা ও দপ্তরকে পরিকল্পিতভাবে কাজ করে যেতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর দিকনির্দেশনা দেবে বলে তিনি উল্লেখ করেন। তিনি চুক্তি অনুযায়ী কর্মপরিকল্পনা বাস্তবায়নে পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। এ চুক্তির সফল বাস্তবায়নের ওপর প্রজাতন্ত্রের কর্মকর্তাদের ভবিষ্যৎ পদোন্নতি ও প্রণোদনা নির্ভর করছে বলে তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com