অভিনয়, নৃত্য ও সংগীতসহ সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সাঁকো টেলিফিল্ম এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০১৭। এ উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা পদক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ হচ্ছেন অভিনয়ে মাসুদ পারভেজ সোহেল রানা, চলচ্চিত্রের চিত্র পরিচালনায় দেওয়ান নজরুল, সংগীতে ফাতেমা তুজ জোহরা, উপস্থাপনায় আব্দুন নূর তুষার, গণমাধ্যমে নিশাত দস্তগীর ও নৃত্য পরিচালনায় মুনমুন আহমেদ। তাদের পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ।
আজ রাজধানীর বেইলি রোড অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান ও সংগঠনের পরিচালক নাজমুল খান।
প্রতিমন্ত্রী বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চা সমাজকে সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। তিনি দুঃখ করে বলেন নতুন প্রজন্মকে মননশীল সাংস্কৃতিক কর্মকা-ে ব্যাপকভাবে সম্পৃক্ত না করায় একটা অংশ বিপথগামী হয়ে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের দিকে ধাবিত হচ্ছে। এদের অভিনয়, সংগীত, নৃত্য ও অভিনয় চর্চায় বেশি বেশি করে সুযোগ দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও দেশপ্রেমিক মানুষদের পরিকল্পিত কার্যক্রম নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি সাঁকো টেলিফিল্ম কর্তৃক সাংস্কৃতিক অঙ্গনের সফল মানুষদের সম্মাননা প্রদান করায় সাধুবাদ জানিয়ে সংগঠনটিকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
পরে প্রতিমন্ত্রী সাঁকো টেলিফিল্ম এর পক্ষ থেকে সংবর্ধিত গুণীজনদের হাতে পদক তুলে দেন।