1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাপি ঋণ রেকর্ড ৫ লাখ কোটি টাকা ছাড়াল পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত ৫ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ অতিরিক্ত সিম বন্ধের প্রক্রিয়া কাল থেকে শুরু একজনের নামে থাকবে সর্বোচ্চ ১০টি সিম ২০ শতাংশে নামছে শুল্ক যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সফল আলোচনা ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার বিপরীতে, শেষ পর্যন্ত তা ১৫-২০ শতাংশে নেমে আসতে পারে বলে সূত্রমতে জানা গেছে। সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক প্লট জালিয়াতি: ফ্যাসিস্ট হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

যুব সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ৯৭ বার দেখা হয়েছে

‘যুবরা লড়ছে, লড়বে; জঙ্গিবাদ এর মূলোৎপাটন করবে’ এই প্রতিপাদ্যের ওপর এক যুব সমাবেশ আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্র আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আসাদুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রের পরিচালক মোরশেদ উদ্দিন আহমদ। এছাড়া বিষয়ের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন যুব সংগঠক ও সফল আত্মকর্মী কয়েকজন।

বক্তরা বলেন, দেশের যুব সমাজকে উন্নয়ন কর্মকা-ে সম্পৃক্ত করার মাধ্যমে এদেশ থেকে জঙ্গিবাদ মূলোৎপাটন করা সম্ভব। তারা বলেন, এদেশের প্রতিটি আন্দোলন ও অর্জনে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই যুব সমাজকে সঠিক পথ দেখাতে হবে। সঠিক পথে থেকেই তারা জঙ্গিবাদকে রুখে দেবে এবং দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। তাই প্রত্যেককে যার যার অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে এগিয়ে আসার আহ্বান জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com