আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন। আর তাই যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধু বেঁচে থাকবেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেই প্রমাণ করেছেন, তিনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদের উদ্যোগে ‘শতাব্দীর শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরভাস্বর’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
সভায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আজ যারা বঙ্গবন্ধু হত্যার বিচার ও যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারছে না তারাই আগুন সন্ত্রাসী ও জঙ্গি সন্ত্রাস করে দেশ ও জাতির ওপর প্রতিশোধ নিচ্ছে। যারা দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি তারাই মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।