এস.এম মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি : স্বাধীন ও সার্বভৌম সোনার বাংলা গড়ার স্বপ্নদ্রষ্টা স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি “বাঙালি জাতির অবিসংবাদিত নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি”জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে দেবিদ্বারের মোহনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ,আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কালজয়ী এ মহান নেতার শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেচ্ছাসেবক লীগ নেতা মো.শাহাদাৎ হোসেন মিঠু।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক মো.মনিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৬নং মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.তাজুল ইসলাম, বিশিষ্ঠ ঔষধ ব্যবসায়ী কালিপদ মজুমদার, ছাত্রলীগ নেতা মো.মুজিবুর রহমান। বক্তব্য রাখেন মোহনপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হরে কৃষ্ণ দেবনাথ, শিক্ষক শেখ মোতাহের হোসেন ,অভিভাবক আবুল কাশেম প্রমুখ।
কর্মসূচিতে ছিল স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য নিবেদিত কবিতা পাঠ ও পুরষ্কার বিতরণ, শিক্ষার্থীদের সমন্বয়ে শোক র্যালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা, মিলাদ ও তাবারুক বিতরন।
উক্ত অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, চিরঞ্জীব মহাপুরুষ বঙ্গবন্ধু বাঙালির অন্তহীন প্রেরণার উৎস। বাংলাদেশের অস্তিত্ব ও অগ্রযাত্রার মূলে রয়েছেন বঙ্গবন্ধু।