জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে তাঁর আদর্শ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। চক্রান্তকারীরা জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছিল।
জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা আজ এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জহির উদ্দীন আহমেদ ও মোঃ মোয়াজ্জেম হোসেন, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারসহ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু কখনই অন্যায়ের সাথে আপোশ করেননি। বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠনে তিনি আমৃত্যু সংগ্রাম করেছেন। তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ ঘোষণা করে দেশকে আবার সঠিক পথে পরিচালিত করেছেন। তাই শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং সোনার বাংলা গড়তে সবাই একযোগে কাজ করতে হবে।